ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৮ মিনিট আগে
শিরোনাম

মুরগী ও ডিমের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি রোধে ফরিদপুরে অভিযান, জরিমানা

  ফরিদপুর প্রতিনিধি

প্রকাশ : ১৯ আগস্ট ২০২২, ০৪:২৪

মুরগী ও ডিমের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি রোধে ফরিদপুরে অভিযান, জরিমানা

ব্রয়লার মুরগী ও ডিমের মূল্য অস্বাভাবিক বৃদ্ধি রোধে ফরিদপুরে অভিযান চালিয়েছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলা সদরের বিভিন্ন বাজারে এ অভিযান চালানো হয়।

অভিযানে ব্রয়লার মুরগি ও ডিমের দামে কারসাজি করা, মূল্য তালিকা যথাযথভাবে সংরক্ষণ ও প্রদর্শন না করা এবং ক্রয় রশিদ না দেয়ার অপরাধে ফরিদপুর সদর উপজেলার গঙ্গাবর্দী বাজারে অবস্থিত ব্রয়লার ও ডিম বিক্রয়কারী প্রতিষ্ঠান মেসার্স সাফা ট্রেডার্স, মেসার্স বন্ধু ট্রেডার্স ও ভাই-ভাই ট্রেডার্সকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৯ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও জেলা শহরের কবিরপুরে ব্রয়লার ও লেয়ার খামার তদারকি করা হয়।

জেলা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখের নেতৃত্বে এসময়, জেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. বজলুর রশিদ খান ও জেলা পুলিশের ১টি টিম উপস্থিত থেকে অভিযানে সার্বিক সহযোগিতা করেন।

এসময় ফরিদপুরের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ বলেন, ফরিদপুরে বয়লার মুরগি ও ডিমের মূল্য অস্বাভাবিক বৃদ্ধি রোধে এ অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ জার্নাল/কেএ

  • সর্বশেষ
  • পঠিত