ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৬ মিনিট আগে
শিরোনাম

সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে দুই শ্রমিকের মৃত্যু

  চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ : ১৯ আগস্ট ২০২২, ১৪:৪৭

সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে দুই শ্রমিকের মৃত্যু
ছবি- প্রতিনিধি

চাঁদপুরের বাড়ির সেপটিক ট্যাংকে পরিাষ্কর করতে নেমে শ্বাসরুদ্ধ হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ আগস্ট) সকালে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন- লিটন (৪৫) ও আশরাফ (২৭)। দুপুর ১২টায় ফায়ার সার্ভিসের কর্মীরা নিহত দুজনের মরদেহ উদ্ধার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন মিয়া জানান, শুক্রবার সকালে নারায়ণপুর বাজারের পাশে আবুল বাশার নামে এক ব্যক্তির নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে কাজ করছিলেন লিটন ও আশরাফ। কাজ করতে তারা দুজন ট্যাংকের ভেতরে যান।

এরপর কিছুক্ষণ তাদের সাড়াশব্দ না পেয়ে বাড়ির মালিকসহ অন্যরা উঁকি দিয়ে দেখেন যে তারা অচেতন হয়ে পড়েছেন। পরে খবর দেয়া হলে মতলব দক্ষিণ ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে লিটন ও আশরাফকে মৃত অবস্থায় উদ্ধার করে।

লিটন ও আশরাফ নারায়ণপুর বাজারের পাশের পুটিয়া এলাকার বাসিন্দা। তাদের মধ্যে লিটন ওই ভবনসহ সেপটিক ট্যাংক নির্মাণের ঠিকাদারি নিয়েছিলেন। আর তার সঙ্গে সহযোগী হিসেবে কাজ করছিলেন আশরাফ।

মৃতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে বলেও জানান ওসি।

বাংলাদেশ জার্নাল/ওএফ

  • সর্বশেষ
  • পঠিত