ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৭ মিনিট আগে
শিরোনাম

জেলের জালে ধরা পড়ল বিরল প্রজাতির ব্লু-মার্লিন ফিস

  পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশ : ১৯ আগস্ট ২০২২, ২০:১৭  
আপডেট :
 ২১ আগস্ট ২০২২, ১৭:১৭

জেলের জালে ধরা পড়ল বিরল প্রজাতির ব্লু-মার্লিন ফিস
ব্লু-মার্লিন ফিস

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে মিলন মাঝি নামে এক জেলের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির একটি ব্লু-মার্লিন ফিস। মাছটি বিক্রি হয়েছে ১৫ হাজার টাকায়।

স্থানীয় উৎসুক জনতা বিশাল এই মাছটি এক নজর দেখতে ভিড় জমান। তবে এ মাছের চাহিদা কম থাকায় মাত্র ১৫ হাজার টাকায় বিক্রি করতে হয়েছে বলে জানিয়েছেন মিলন মাঝি।

মিলন মাঝি বলেন, এটির ওজন ১শ ৩৫ কেজি। গতকাল বৃহস্পতিবার সকালে বঙ্গোপসারের সোনারচর পয়েন্ট থেকে মাছটি ধরা পরে। পরে শুক্রবার দুপুর ৩টার দিকে মাছটি আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রের মাসুদ মোল্লার আড়তে নিয়ে আসা হয়। উপকূলে এ মাছের চাহিদা কম থাকায় বাচ্চু মিয়া নামে এক মাছ ব্যবসায়ী ১৫ হাজার টাকায় কিনেছেন। কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, এ মাছের বৈজ্ঞানিক নাম ম্যাকাইরা নিগরিক্যানস। এ মাছ অনেক দ্রুতগতির। এটি ঘণ্টায় ১১০ থেকে ১২০ কিলোমিটার দৌড়াতে পারে। ব্লু-মার্লিন সাধারণত প্রশান্ত মহাসাগর ও ভারত মহাসাগরে দেখা যায়।

বাংলাদেশ জার্নাল/এমএস

  • সর্বশেষ
  • পঠিত