ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪১ মিনিট আগে
শিরোনাম

বঙ্গোপসাগরে ট্রলারডুবির ঘটনায় ৮ জেলে উদ্ধার

  কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ : ১৯ আগস্ট ২০২২, ২১:৩৪

বঙ্গোপসাগরে ট্রলারডুবির ঘটনায় ৮ জেলে উদ্ধার

বঙ্গোপসাগরে কক্সবাজার নাজিরারটেক চ্যানেলে মাছ ধরার ট্রলারডুবির ঘটনায় ৮ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। তবে এখনো নিখোঁজ রয়েছেন ১১ জন জেলে।

শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড পূর্ব জোনের কক্সবাজার স্টেশনের কন্টিজেন্ট কমান্ডার এম হামিদুল ইসলাম।

তিনি বলেন, খবর পেয়ে সাগরের নাজিরারটেক পয়েন্ট থেকে ৮ জেলেকে উদ্ধার করা হয়েছে। বাকিদের বিষয়ে খোঁজ করা হচ্ছে।

এর আগে বিকেল সাড়ে ৫ টার দিকে কক্সবাজারের নাজিরারটেক চ্যানেল থেকে তাদের উদ্ধার করা হয়।

জেলেরা জানিয়েছেন, গত মঙ্গলবার এফবি মায়ের দোয়া নামে ট্রলারটি সাগরে মাছ ধরতে যায়। ওই ট্রলারে ১৯ জন জেলে ছিলেন। পরে সাগরে বৈরী আবহাওয়া বিরাজ করায় তারা কূলে ফিরে আসছিলেন। এ সময় শহরের ডায়াবেটিস পয়েন্ট থেকে প্রায় ৪ নটিক্যাল মাইল দূরে ঢেউয়ের তোড়ে ট্রলারটি ডুবে যায়।

পরে কোস্টগার্ড ও অন্যান্য ট্রলারগুলো ৮ জন জেলেকে উদ্ধার করলেও বাকিরা এখনো নিখোঁজ রয়েছেন। ওই ট্রলারটির মালিক কক্সবাজার সদরের খুরুশকুল ইউনিয়নের জাকির হোসেন। ট্রলারের সব জেলেই খুরুশকুলের বাসিন্দা।

উদ্ধাররা হলেন বখতিয়ার উদ্দিন, আবুল হোসেন, মো. আলম, মো. রাসেদ, মো. ফরিদ, আবুল হাসেম, মো. আলম, হাফেজ মাঝি।

বাংলাদেশ জার্নাল/এমএম

  • সর্বশেষ
  • পঠিত