ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১০ মিনিট আগে
শিরোনাম

যশোরের ১ কেজি ৯৮৫ গ্রাম সোনাসহ আটক ১

  যশোর প্রতিনিধি

প্রকাশ : ১৯ আগস্ট ২০২২, ২২:০৬  
আপডেট :
 ১৯ আগস্ট ২০২২, ২২:০৮

যশোরের ১ কেজি ৯৮৫ গ্রাম সোনাসহ আটক ১

যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত এলাকা থেকে ১ কেজি ৯৮৫ গ্রাম ওজনের ১৭টি সোনার বারসহ মোনতাজ হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার সকালে তাকে আটক করে পুলিশে দিয়েছে বিজিবির খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)। আটক ব্যক্তি শার্শা উপজেলার পুটখালী গ্রামের দ্বীন মোহাম্মাদের ছেলে।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে রুদ্রপুর সীমান্তে অভিযান চালিয়ে মোনতাজকে আটক করা হয়। এ সময় তাকে তল্লাশি করে ১৭টি সোনার বার উদ্ধার করা হয়। জব্দকৃত সোনার মূল্য প্রায় দুই কোটি টাকা। পরে বিজিবির পক্ষ থেকে চোরাচালানের একটি মামলা দিয়ে মোনতাজকে শার্শা থানার পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে।

বিজিবির খুলনা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানভীর রহমান বলেন, জব্দকৃত সোনা কয়েক হাত বদল হয়ে ভারতে পাচার হতো। যাকে আটক করা হয়েছে, তিনি হলেন সোনা চোরাচালানের বাহক।

বিজিবির দাবি, শার্শা সীমান্ত থেকে গত ছয় মাসে চোরাচালানের সময় প্রায় ১০ কেজি সোনা জব্দ করা হয়েছে। এই সময় ছয়জনকে আটক করে পুলিশে দেয়া হয়েছে।

বাংলাদেশ জার্নাল/এমএস

  • সর্বশেষ
  • পঠিত