ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩০ মিনিট আগে
শিরোনাম

কুশিয়ারা-ফেনী নদীর পানি বণ্টনে সম্মত ঢাকা-দিল্লী

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৯ আগস্ট ২০২২, ২২:২৯

কুশিয়ারা-ফেনী নদীর পানি বণ্টনে সম্মত ঢাকা-দিল্লী

কুশিয়ারা ও ফেনী নদীর পানি বণ্টনে সম্মত হয়েছে ঢাকা ও দিল্লি। এর আনুষ্ঠানিক ঘোষণা আসবে যৌথ নদী কমিশন (জেআরসি) বৈঠকে। আর এ নিয়ে চুক্তি সই হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে। যৌথ নদী কমিশনের বৈঠকে গুরুত্ব পাবে গঙ্গা চুক্তি নবায়নের প্রসঙ্গও। এ ছাড়া তিস্তা চুক্তি প্রশ্নেও ঢাকার চাপ অব্যাহত থাকবে। পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এসব তথ্য নিশ্চিত করেছেন।

প্রতিমন্ত্রী জানান, সিলেটের রহিমপুর খাল খননের মাধ্যমে কুশিয়ারা থেকে পানি ভাগাভাগিতে দিল্লির সম্মতি মিলেছে। একই সাথে ফেনী নদী থেকে ভারতের দক্ষিণ ত্রিপুরার সাবরুমে পানি বণ্টনে আপত্তি নেই ঢাকার।

এ ছাড়া ৩০ বছর মেয়াদী গঙ্গা চুক্তি শেষ হতে বাকি আর ৪ বছর। তা নবায়নের আগে চুলচেরা বিশ্লেষণ হবে জেআরসি বৈঠকে। দুইদেশই এতে কিছু পরিবর্তন-পরিমার্জন চায় বলেও জানিয়েছেন প্রতিমন্ত্রী। দীর্ঘ এক যুগ পর অভিন্ন নদীর পানি বণ্টন প্রশ্নে আলোচনায় বসছে বাংলাদেশ-ভারতের যৌথ কমিশন।

নয়াদিল্লিতে আগামী ২৩ আগস্ট পানিসচিব পর্যায়ে এবং একদিনের বিরতি দিয়ে ২৫ আগস্ট মন্ত্রী পর্যায়ে বৈঠক হওয়ার কথা রয়েছে। এতে ঢাকার পক্ষে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এবং দিল্লির পক্ষে নেতৃত্ব দেবেন ভারতের জলসম্পদ উন্নয়নমন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। এর পরই আসবে যৌথ ঘোষণাপত্র।

পানি সম্পদ মন্ত্রণালয় আরো জানিয়েছে, অভিন্ন ছয় নদীর পানি বণ্টনের আগে উজানে ভারত কোনো প্রকল্প বাস্তবায়ন করছে কি না, এ প্রশ্নে সাড়া মেলেনি দিল্লির। তবে তিস্তা চুক্তি দেশটির কেন্দ্রীয় সরকারের হাতে বলে জেআরসি বৈঠকেও এ ইস্যুতে চাপ বহাল রাখবে ঢাকা। এ ছাড়া অভিন্ন ৫৪ নদী ব্যবস্থাপনায় তথ্য আদান-প্রদানসহ ভারতকে একযোগে কাজ করার প্রস্তাব দেবে বাংলাদেশ।

বাংলাদেশ জার্নাল/এমএম

  • সর্বশেষ
  • পঠিত