ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের মানববন্ধন

  মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২২, ১৪:২১

যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের মানববন্ধন

শ্রীনগরে স্যার জগদীশচন্দ্র বসু ইনস্টিটিউশন ও কলেজের সহকারী প্রধান শিক্ষক মোঃ মোশাররফ হোসেনের বিরুদ্ধে যৌন হয়রানিসহ অশ্লীলতার অভিযোগ এনে তাকে শিক্ষা প্রতিষ্ঠান থেকে সরিয়ে দেয়ার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্কুলটির শিক্ষার্থীরা।

রোববার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলা রাড়িখালে প্রতিষ্ঠানের সামনে আধা ঘণ্টা ব্যাপী এই কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচি পালনের সময় শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, সহকারী প্রধান শিক্ষক মোঃ মোশাররফ হোসেন ৭ম শ্রেণির একছাত্রীকে যৌনহয়রানির চেষ্টা করেন। এছাড়াও বিভিন্ন সময়ে ছাত্রীদের সঙ্গে অশ্লিল আচরণ করেন ওই শিক্ষক। এ ব্যাপারে তারা বেশ কয়েকবার অধ্যক্ষ্যের কাছে অভিযোগ করেছেন বলেও দাবি করেন শিক্ষার্থীরা।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সুরাইয়া আশ্রফী শিক্ষকের বিচারের আশ্বাস দিলে কর্মসূচি থেকে সরে গিয়ে শিক্ষার্থীরা শ্রেণি কক্ষে ফিরে যায়।

এ বিষয়ে সহকারী প্রধান শিক্ষক মোঃ মোশাররফ বলেন তার বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক না।

এদিকে স্যার জগদীশচন্দ্র বসু ইনস্টিটিউশন ও কলেজের অধ্যক্ষ মোঃ ফরহাদ আজিজ জানান, সে অভিযোগ পেয়েছে। বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ জার্নাল/এমএম

  • সর্বশেষ
  • পঠিত