ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

শাহজালালে তৃতীয় টার্মিনাল: অনিয়ম তদন্তে সংসদীয় সাব-কমিটির বৈঠক ২২ সেপ্টেম্বর

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২২, ১৫:১৮  
আপডেট :
 ১২ সেপ্টেম্বর ২০২২, ২১:৪৩

শাহজালালে তৃতীয় টার্মিনাল: অনিয়ম তদন্তে সংসদীয় সাব-কমিটির বৈঠক ২২ সেপ্টেম্বর
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণাধীন তৃতীয় টার্মিনালের নকশা। ছবি: সংগ্রহীত।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণে অনিয়ম ও দুর্নীতি তদন্তে গঠিত সংসদীয় সাব-কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে ২২ সেপ্টেম্বর (বৃহস্পতিবার)। এ দিন বেলা ১২ টায় সংসদ ভবনে এ সভা অনুষ্ঠিত হবে।

লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য ও আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ডা. আনোয়ার হোসেন খান এ সংসদীয় তদন্ত কমিটির প্রধান।

কমিটির অন্য সদস্যরা হলেন, বাগের হাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময় এবং মহিলা আসনের সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার।

এর আগে জুলাই মাসের ২৫ তারিখে অনুষ্ঠিত বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তে এই সাব-কমিটি গঠন করা হয়। উক্ত স্থায়ী কমিটির সভাপতি ব্রাক্ষ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য উবায়দুল মোকতাদির চৌধুরী।

উল্লেখ্য, তৃতীয় টার্মিনালের আলোকসজ্জায় নিম্নমানের বাতি ও বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে বলে গণমাধ্যমে খরব প্রকাশিত হয়। এতে অভিযোগ করা হয়, সংসদীয় স্থায়ী কমিটির এক সদস্য পুরো সিন্ডিকেটের নেতৃত্ব দিচ্ছেন।

বাংলাদেশ জার্নাল/এমএম

  • সর্বশেষ
  • পঠিত