ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

মিরসরাইয়ে চারজন নিহতের ঘটনায় মামলা

  চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২২, ১১:২৫

মিরসরাইয়ে চারজন নিহতের ঘটনায় মামলা
ফাইল ছবি।

চট্টগ্রামের মিরসরাইয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী নিহতের ঘটনায় মামলা করেছে পুলিশ। মামলায় জোনাকী পরিবহনের বাস, কাভার্ডভ্যান ও লরিচালককে আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে জোরারগঞ্জ হাইওয়ে থানার এটিএসআই আলমগীর হোসেন বাদী হয়ে এই মামলা করেন।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ নুর হোসেন মামুন বলেন, ‘বুধবার কাভার্ডভ্যান চাপায় ৪ জন নিহত ও ৬ জন আহতের ঘটনায় বাস, লরি ও কাভার্ডভ্যানের অজ্ঞাত চালকদের আসামি করে জোরারগঞ্জ হাইওয়ে থানার এটিএসআই সাইফুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।’

এর আগে বুধবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রায়পুর এলাকায় চট্টগ্রামমুখী অংশে জোনাকী পরিবহনের একটি বাস ও লরি চালক মহাসড়ক বন্ধ করে ঝগড়া করে। এসময় স্থানীয় কয়েকজন সিএনজি-অটোরিকশা চালকসহ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে পেছন থেকে আসা বেপরোয়া গতির একটি মিনি কাভার্ডভ্যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে ৩ জন, সিএনজি-অটোরিকশা চালকসহ ৪ জন নিহত হন। আহত হন পুলিশ কর্মকর্তাসহ আরও ৬ জন।

বাংলাদেশ জার্নাল/ওএফ

  • সর্বশেষ
  • পঠিত