ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

পাথরঘাটায় কোস্ট গার্ডের অভিযানে ১০ মন হাঙ্গর জব্দ

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২২, ১৮:১৫

পাথরঘাটায় কোস্ট গার্ডের অভিযানে ১০ মন হাঙ্গর জব্দ
১০ মন হাঙ্গর জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। ছবি: প্রতিনিধি

বরগুনার পাথরঘাটা উপজেলার ৭ নং কাঠালতলি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের দক্ষিণ কাঠালতলী এলাকা থেকে ১০ মন হাঙ্গর জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার কোস্ট গার্ড দক্ষিণ জোনের অধিনস্থ পাথরঘাটা স্টেশন কাঠালতলী এলাকায় একটি বিশেষ অভিযান চালায়।

এ সময় একটি অটোরিকশা তল্লাশী করে অবৈধ ১০ মন হাঙ্গর জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় ১০ লাখ টাকা। তবে অভিযানকালে অবৈধ হাঙ্গর মাছের প্রকৃত মালিককে খুঁজে পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, জব্দকৃত হাঙ্গর পাথরঘাটা বন বিভাগের বিট কর্মকর্তা বদিউজ্জামান খান সোহাগের উপস্থিতিতে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। পরে হাঙ্গর মাটিতে পুঁতে নষ্ট করা হয়।

বাংলাদেশ জার্নাল/সুজন/রাজু

  • সর্বশেষ
  • পঠিত