ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৬ মিনিট আগে
শিরোনাম

মুন্সিগঞ্জের ঘটনায় চট্টগ্রামে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল

বিএনপির কর্মসূচিতে গুলি করে মানবাধিকার লঙ্ঘন করছে সরকার: ডা. শাহাদাত

  চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২২, ২১:৩০

বিএনপির কর্মসূচিতে গুলি করে মানবাধিকার লঙ্ঘন করছে সরকার: ডা. শাহাদাত
মুন্সিগঞ্জের ঘটনায় চট্টগ্রামে তাৎক্ষণিক প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল। ছবি: প্রতিনিধি

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, সরকার সারাদেশে বিএনপির কর্মসূচিতে গুলি করে মানবাধিকার লঙ্ঘন করছে। ভোলা ও নারায়ণগঞ্জের পর আজকে মুন্সীগঞ্জের সমাবেশে আমার ভাইয়ের রক্ত ঝরিয়েছে। শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ গুলিবর্ষণ করেছে।

তিনি বলেন, দীর্ঘ একযুগ ধরে এই আওয়ামী ফ্যাসিবাদী সরকার মানুষের ভোটাধিকার, গণতান্ত্রিক ও রাজনৈতিক অধিকার হরণ করেছে। একদলীয় শাসন প্রতিষ্ঠা, আবারো বিনা ভোটে সরকার গঠন করা এবং জনগণের ন্যায্য দাবিগুলো পদদলিত করার লক্ষেই মুন্সিগঞ্জের সমাবেশে হামলা করা হয়েছে। এই হামলার ঘটনা সরকারের ধারাবাহিক অমানবিক নিপীড়ন নির্যাতনেরই অংশ।

বুধবার সন্ধ্যায় মুন্সিগঞ্জে উপজেলা বিএনপির সমাবেশে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় পুলিশকে দায়ী করে নগরীর কাজীর দেউরীর মোড় থেকে তাৎক্ষণিক প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করে চট্টগ্রাম মহানগর বিএনপি। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন ডা. শাহাদাত হোসেন।

তিনি বলেন, দেশের মানুষ পরিবর্তন চায়। হামলা, মামলা, খুন ও গুম করে আন্দোলন দমন করা যাবে না। তিনি অবিলম্বে সমাবেশে হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় অচিরেই সরকার পতনের আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন।

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, আওয়ামী লীগের মনে ক্ষমতা হারানোর ভয় চেপে বসেছে। তাই তারা জনগণের প্রতিবাদী কণ্ঠকে স্তব্দ করে দিতে প্রশাসনের সহায়তায় সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। সন্ত্রাসবাদ দিয়ে কোনো গণতান্ত্রিক আন্দোলনকে দমিয়ে রাখা সম্ভব হয়নি। মামলা, হামলা, নির্যাতন যত বৃদ্ধি পাবে ফ্যাসিস্ট সরকারের আয়ু কমে আসবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন তত বেশি শক্তিশালী হবে। বিএনপিকে রাজপথ থেকে সরানো যাবে না। অচিরেই গণআন্দোলনের মধ্য দিয়ে দেশে অবৈধ ফ্যাসিস্ট সরকারের পতন হবে, গণতন্ত্র মুক্তি পাবে।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত