গাজীপুরে রেলপথের পাশে মিললো অজ্ঞাত যুবকের লাশ
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২২, ১৭:৩০
গাজীপুর মহানগরের ধীরাশ্রম এলাকায় রেলপথের পাশ থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের বয়স আনুমানিক ৩০ বছর। তার পরনে ছিল চেক লুঙ্গি এবং নেভি-ব্লু গেঞ্জি।
টঙ্গী জংশনের রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ এসআই নুর মোহাম্মদ জানান, বুধবার রাত ১০টার পর থেকে বৃহস্পতিবার সকাল ৬টার মধ্যে যে কোন সময়ে অজ্ঞাত ট্রেনের ধাক্কায় ওই যুবক মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। তার মাথায় ও পায়ে জখমের চিহ্ন রয়েছে।
তিনি জানান, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার পরিচয় পাওয়া যায়নি।
বাংলাদেশ জার্নাল/এসকে