ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

ছেলের কারাদণ্ডের খবর শুনে মারা গেলেন মা

  সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২২, ২১:১১  
আপডেট :
 ২৩ সেপ্টেম্বর ২০২২, ২১:২১

ছেলের কারাদণ্ডের খবর শুনে মারা গেলেন মা
মৃত মা ফেরদৌসী বেগম। ছবি: সংগৃহীত

ভ্রাম্যমাণ আদালতে ছেলের কারাদণ্ডের খবর শুনে মৃত্যুর কোলে ঢলে পড়েন এক মা। মৃত মায়ের নাম ফেরদৌসী বেগমের (৫০)।

হৃদয় বিদারক এ ঘটনাটি ঘটেছে সাতক্ষীরার তালা সদরের কাজিপাড়া এলাকায়। ফেরদৌসী বেগম উক্ত এলাকার নজরুল বারীর স্ত্রী। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে তার দাফন সম্পন্ন হয়েছে।

ফেরদৌসী বেগমের ছোট ছেলে কাজী জীবন জানান, বুধবার (২২ সেপ্টেম্বর) সকালে মাদক সেবনের অভিযোগ এনে তার মেজো ভাই কাজী শিপনকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করা হয়। সেখানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়। বিষয়টি শুনে বাড়িতে মা চিন্তায় অসুস্থ হয়ে পড়ে। বিকেলে ভাইকে কারাগারে পাঠানো হয়। রাত সাড়ে ১০টার দিকে মা বুকে ব্যথা অনুভব করে কথা বলতে বলতে মারা যান।

এদিকে জেলা ম্যাজিস্ট্রেটের বিশেষ অনুমতিতে প্যারোলো মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নেন দণ্ডপ্রাপ্ত ছেলে কাজী শিপন।

তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার রায় বলেন, ছেলে কাজী শিপনের কারণে তার মা মারা গেছেন। বিষয়টি খুব হৃদয়বিদারক। শিপন গাঁজা সেবন করে এটি স্বীকার করায় তাকে ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়েছিলো। সাজা মওকুফের জন্য পরিবারটি জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আপিল করতে পারে।

বাংলাদেশ জার্নাল/রাজু

  • সর্বশেষ
  • পঠিত