ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৭ মিনিট আগে
শিরোনাম

পঞ্চগড়ে নৌকাডুবি: ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

  পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২২, ০৩:২৩  
আপডেট :
 ২৬ সেপ্টেম্বর ২০২২, ০৩:৫৮

পঞ্চগড়ে নৌকাডুবি: ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন
করতোয়া নদীতে নৌকাডুবি। সংগৃহীত ছবি

পঞ্চগড়ের বোদা উপজেলা সংলগ্ন করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কিমিটি গঠন করেছে জেলা প্রশাসন।

রোববার সন্ধ্যায় এ তদন্ত কমিটি গঠন করেন পঞ্চগড় জেলা প্রশাসক (ডিসি) জহুরুল ইসলাম। পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দ্বীপংকর রায়কে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

ডিসি জহুরুল ইসলাম বলেন, আগামী তিন কার্যদিবসের মধ্যে কমিটিকি তদন্ত রিপোর্ট দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

এর আগে একই দিন দুপুর আড়াইটার সময় মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়া ঘাটে নৌকায় চড়ে নদী পারাপার হতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মহালয়া উপলক্ষে দুপুরের দিকে বোদা, পাঁচপীর, মাড়েয়া, ব্যাঙহারি এলাকার সনাতন ধর্মাবলম্বীরা নৌকায় করে বদেশ্বরী মন্দিরে যাচ্ছিলেন। নৌকায় অতিরিক্ত যাত্রী নিয়ে নদী পাড়ি দিচ্ছিলেন তারা। মাঝ নদীতে পৌঁছার পর যাত্রীর চাপে নৌকাটি ডুবে যায়। এ সময় কিছু মানুষ সাঁতরে তীরে উঠতে পারলেও বেশিরভাগ যাত্রী এখনো নিখোঁজ রয়েছেন।

এদিকে মাড়েয়া বামনহাট ইউনিয়ন পরিষদে তথ্য সেন্টার চালু করেছে জেলা প্রশাসন। আর এই তথ্য সেন্টারে নিহতের পাশাপাশি নিখোঁজদের তথ্য সংগ্রহ করা হচ্ছে।

এদিকে এখন পর্যন্ত করতোয়া নদীতে ফায়ারসার্ভির ৫টি ইউনিটের ডুবুড়ি দলের সদস্যরা উদ্ধার কাজ চলমান রেখেছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের রংপুর বিভাগীয় উপ-পরিচালক জসীশ উদ্দীন।

বাংলাদেশ জার্নাল/জিকে

  • সর্বশেষ
  • পঠিত