এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের ২ সদস্য গ্রেপ্তার
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২২, ১৮:০১ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর উত্তরা পূর্ব থানার আজমপুর এলাকায় বৃহস্পতিবার অভিযান চালিয়ে এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগ।
গ্রেপ্তারকৃতদের নাম- মনজির আহমেদ মিশু ওরফে মাসুম মোল্লা ও মো. শসেম আহমেদ ওরফে সাব্বির। তাদের কাছ থেকে ২টি মোবাইল ফোনসেট ও নগদ ৪ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
গোয়েন্দা লালবাগ বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার মধুসূদন দাস জানান, গ্রেপ্তারকৃতরা ফেসবুক ম্যাসেঞ্জারের মাধ্যমে এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র দিয়ে পরীক্ষার্থীদের কাছ থেকে টাকা হাতিয়ে প্রতারণা করছিলেন।
গ্রেপ্তারকৃতদের কাছ থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাত দিয়ে তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃতরা এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে বিকাশ ও নগদ একাউন্টের মাধ্যমে অর্থ গ্রহণ করে। এসএসসি পরীক্ষার হুবহু প্রশ্নপত্রের বিশ্বাস সৃষ্টি করে প্রশ্নপত্রের আদলে প্রশ্ন তৈরী করে। পরে তা ম্যাসেঞ্জারে পাঠিয়ে পরীক্ষর্থীদের কাছ থেকে অর্থ আত্মসাৎ করতো। এই ঘটনায় উত্তরা পূর্ব থানায় মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ জার্নাল/সুজন/রাজু