ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

নির্বাচন বর্জনের সিদ্ধান্ত সময় বলে দেবে: জি এম কাদের

  লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২২, ১৭:৫৩

নির্বাচন বর্জনের সিদ্ধান্ত সময় বলে দেবে: জি এম কাদের
গোলাম মোহাম্মদ কাদের। ফাইল ফটো

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, নির্বাচন বর্জন একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এ নিয়ে এখনই স্পষ্ট করে কিছু বলার সময় হয়নি। রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করে সময় বলে দেবে এ ব্যাপারে আমাদের কী সিদ্বান্ত নিতে হবে।

মঙ্গলবার দুপুরে লালমনিরহাট সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জি এম কাদের বলেন, ইভিএমে আগামী জাতীয় সংসদ নির্বাচন হলে সেই নির্বাচন বর্জনের বিষয়টি জাতীয় পার্টি দলের জন্য অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের বিষয় হবে। এ ধরনের কঠিন সিদ্ধান্ত নেয়ার আগে রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করতে হবে। দলের নেতাকর্মী ও সমর্থকদের মনোভাব দেখতে হবে। সাধারণ ভোটারদের মতামত বিবেচনায় নিয়ে তারপর সিদ্ধান্ত নেবে জাতীয় পার্টি।

সংসদ বর্জন প্রসঙ্গে তিনি বলেন, সংসদ থেকে বের হওয়ার কোনো সিদ্বান্ত এখনও হয়নি। তবে প্রতীকীভাবে কোনো সময় কোনো কারণে সংসদ বর্জনের প্রশ্ন আসলে সে সময় পরিবেশ-পরিস্থিতি বুঝে সেটা করা হবে।

৩ অক্টোবর থেকে ৭ অক্টোবর পর্যন্ত রংপুর ও লালমনিরহাট জেলা সফরের অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে তিনি লালমনিরহাটে যান। ৭ অক্টোবর পর্যন্ত তিনি বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত