ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

  চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২২, ১২:৩৯

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত
জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত। ছবি- প্রতিনিধি

‘নির্ভূল জন্ম-মৃত্যু নিবন্ধন করব শুদ্ধ তথ্যভান্ডার গড়ব’ এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তারা বলেন, আগামীতে প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে জন্ম ও মৃত্যু নিবন্ধন করার জন্য সুপরামর্শ প্রদান করা হবে এবং সেই সাথে জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন করার কথাও বলেন।

অনুষ্ঠানে স্থানীয় সরকারি বিভাগের উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) আনিছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খান।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা সিভিল সার্জন মাহমুদুর রশীদ, পরিবার পরিকল্পনার উপ-পরিচালক ডা. আব্দুস সালাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, সহকারী কমিশনার শাহনাজ পারভিন, শিবগঞ্জ পৌরসভার মেয়র মুনিরুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ।

বাংলাদেশ জার্নাল/ওএফ

  • সর্বশেষ
  • পঠিত