ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

টাঙ্গাইলে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৬

  টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২২, ১৩:২৫  
আপডেট :
 ০৬ অক্টোবর ২০২২, ২৩:৩১

টাঙ্গাইলে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৬
বাস-প্রাইভেটকার সংঘর্ষ। ছবি: সংগৃহীত

টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতু পুর্বপাড় এলাকায় বাস ও প্রাইভেটকার সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত ৪০ জন। বৃহস্প‌তিবার দুপুর সাড়ে ১২টার‌ দিকে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পাবনা জেলার বেড়া উপজেলার জোরদহ গ্রামের মৃত ইমতাজ আলী প্রামানিকের ছেলে জহিরুল ইসলাম (৫৫), কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার কুটুম্বপুর গ্রামের মৃত ফজলুল হকের ছেলে দুলাল হোসেন (৫০), বগুড়া জেলার শহরের জলেশ্বরীতলা এলাকার মো. হেলাল উদ্দিনের স্ত্রী মালিকানা বানু রুবী (৬৫), তার ছেলে রিফাত আল হাসান (৪০), নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার আগ্রান এলাকার আব্বাস আলীর মেয়ে তাহমিনা আক্তার (৬) ও কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার কুটুম্বপুর গ্রামের জগলু চন্দ্র শীলের ছেলে সুশীল চন্দ্র শীল (৪০)।

আহতদের বি‌ভিন্ন ক্লি‌নিকসহ হাসপাতালে পাঠানো হয়েছে।

বঙ্গবন্ধু সেতু কর্তৃপ‌ক্ষের সহকা‌রী সি‌কিউ‌রি‌টি অ্যান্ড সেফ‌টি ম‌্যানেজার মো. র‌ফিকুল ইসলাম বলেন, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা একতা প‌রিবহনের এক‌টি বাস বঙ্গবন্ধু সেতু পার হওয়ার পরই ব্রেক ফেল ক‌রে। এতে বাস‌টি নিয়ন্ত্রণ হা‌রিয়ে ঢাকাগামী লেন থেকে উত্তরবঙ্গগামী লেনে উল্টে গিয়েএক‌টি মাইক্রোবাসের ওপর উঠে পড়ে। এতে ঘটনাস্থনেই ছয়জনের মৃত‌্যু হয়েছে। বাংলাদেশ জার্নাল/ওএফ

  • সর্বশেষ
  • পঠিত