ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

নরসিংদীতে বাল্যবিয়ে দেয়ায় মেয়ের বাবা ও কাজীর কারাদণ্ড

  মনোহরদী প্রতিনিধি

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২২, ১১:১৮  
আপডেট :
 ০৭ অক্টোবর ২০২২, ১১:৩২

নরসিংদীতে বাল্যবিয়ে দেয়ায় মেয়ের বাবা ও কাজীর কারাদণ্ড
নরসিংদী

নরসিংদীর মনোহরদী উপজেলায় অষ্টম শ্রেণির ছাত্রীকে বিয়ে দেয়ার অপরাধে মেয়ের বাবা ও কাজীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দিবাগত রাতে মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এএসএম কাসেমর ভ্রাম্যমাণ আদালত এ রায় দেন।

জানা যায়, উপজেলার হাতিরদীয়া এলাকার এক প্রবাসীর সাথে মাধুশাল গ্রামের বাবুলের অষ্টম শ্রেণি পড়ুয়া মেয়ে রিমি আক্তারের বিয়ে হয় বৃহস্পতিবার। বিয়ে শেষে বরপক্ষ চলে যাওয়ার পরে উপজেলা নির্বাহী অফিসার সেখানে গেলে প্রথমে বিয়ের কথা অস্বীকার করেন মেয়ের বাবাসহ পরিবারের সবাই। বিয়ের অনুষ্ঠানের ভিডিও দেখাতে স্বীকার করেন তারা।

মেয়ের বাবা বাবুল মিয়া ও নিকাহ রেজিস্ট্রার আলফাজ উদ্দীনকে বাল্য বিয়ে নিরোধ আইনে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

বাংলাদেশ জার্নাল/জিকে

  • সর্বশেষ
  • পঠিত