ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

মাগুরায় চালু হলো প্রিয় জেলা ডটকম

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২২, ২২:০৮

মাগুরায় চালু হলো প্রিয় জেলা ডটকম
মাগুরায় চালু হলো প্রিয় জেলা ডটকম। ছবি: নিজস্ব।

‘প্রিয় জেলা ডটকম’ নামে একটি ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ চালু করা হয়েছে মাগুরায়। সেখানে ৯টি বিষয়ের ২৬ ধরনের তথ্যসেবা পাবেন নাগরিকেরা।

শুক্রবার সকালে মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে কেক কেটে ওয়েবসাইটের উদ্বোধন করা হয়।

উদ্যোক্তারা জানান, নাগরিকেরা যেন একই জায়গা থেকে সব ধরনের জরুরি সেবার তথ্য সহজে পেতে পারেন, সেই উদ্দেশ্যেই ওয়েবসাইটটির যাত্রা শুরু। শিক্ষা, স্বাস্থ্য, আইন-আদালত, চাকরি, বাসা-দোকান ভাড়া, সরকারি জরুরি সেবা, সৌন্দর্যবর্ধন, ইভেন্ট ম্যানেজমেন্ট, ক্রয়-বিক্রয়সহ বিভিন্ন তথ্য পাওয়া যাবে ওই ওয়েবসাইটে (www.priyozila.com)।

প্রিয় জেলা ডটকমের প্রতিষ্ঠাতা আশরাফুল আহসান বলেন, ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে মানুষ শিক্ষা-স্বাস্থ্যসহ জরুরি বিভিন্ন সেবার তথ্য সহজেই পেতে পারেন। কেউ যদি মনে করেন বিদেশে বসেই তার বাসা ভাড়ার বিজ্ঞাপনটি এ প্ল্যাটফর্মে দিতে পারবেন, আবার কেউ দূর থেকেই মা-বাবার জন্য চিকিৎসকের সাক্ষাতের সময় নিতে পারবেন।

আশরাফুল আহসান আরও বলেন, ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের কারণে সেবাদাতা ও গ্রহীতা উভয় পক্ষের কাজ সহজ হবে এবং সময় বাঁচবে। প্রাথমিকভাবে মাগুরায় কাজ শুরু হলেও ধাপে ধাপে ৬৪ জেলায় এ সেবা ছড়িয়ে দিতে চান তারা।

বাংলাদেশ জার্নাল/এমএম

  • সর্বশেষ
  • পঠিত