ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৬ মিনিট আগে
শিরোনাম

জয়পুরহাটে নদীতে নিখোঁজ দুই ছাত্রের মরদেহ উদ্ধার

  জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ : ২০ অক্টোবর ২০২২, ১৩:১০

জয়পুরহাটে নদীতে নিখোঁজ দুই ছাত্রের মরদেহ উদ্ধার
ছোট যমুনা নদীতে নিখোঁজ দুই ছাত্রের মরদেহ উদ্ধার। ছবি: বাংলাদেশ জার্নাল

জয়পুরহাটের চকশ্যাম এলাকার ছোট যমুনা নদীতে পুরনো কালী প্রতিমা বিসর্জন দিতে গিয়ে নিখোঁজ হওয়ার প্রায় ২০ ঘণ্টা পর দুই ছাত্রের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

গতকাল বুধবার বিকেল থেকে উদ্ধার অভিযান চালিয়ে আজ বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত দুই শিক্ষার্থী হলেন, জয়পুরহাট পৌর শহরের রেলস্টেশন রোড এলাকার বিশ্বজিতের ছেলে সনজিৎ কুমার ও একই এলাকার পরেশের ছেলে তন্ময় রজক। এদের মধ্যে তন্ময় দশম শ্রেণির ছাত্র ও সনজিৎ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে অধ্যয়নরত ছিলেন।

পুলিশ, ফায়ার সার্ভিস ও নিহতের স্বজনরা জানায়, জয়পুরহাট শহরের রেলস্টশন এলাকার কালী মন্দিরের পুরনো প্রতিমা সদর উপজেলার চকশ্যাম এলাকার ছোট যমুনা নদীতে বিসর্জন দিতে আসেন ৮/১০ জন। এসময় তন্ময় স্রোতের মধ্যে নদীতে ডুবে যায়। তখন সনজিৎ তাকে বাঁচাতে গিয়ে সাঁতার না জানায় দুজনেই পানিতে তলিয়ে যায়।

এরপর খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চালায়। পরে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দল রাত ৮টায় এসে আবার গভীর রাত পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়েও তাদের খোঁজ পায়নি। পরে বৃহস্পতিবার সকাল ৬টায় আবারও উদ্ধার অভিযান শুরু হয়। অভিযানে সকাল সাড়ে ৯টার দিকে প্রথমে সনজিৎ ও ১০টা ১৫ মিনিটের দিকে তন্ময়ের মরদেহ উদ্ধার করা হয়।

এ বিষয়ে সদর থানার ওসি (তদন্ত) গোলাম সারোয়ার জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ জার্নাল/ওএফ

  • সর্বশেষ
  • পঠিত