ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

‘বিশ্বে বিরল অনন্য শেখ হাসিনা’ বইয়ের মোড়ক উন্মোচন

  শাকিলা ইসলাম জুঁই, সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২২, ১৮:৫৬  
আপডেট :
 ০৭ নভেম্বর ২০২২, ১৯:০২

‘বিশ্বে বিরল অনন্য শেখ হাসিনা’ বইয়ের মোড়ক উন্মোচন
‘বিশ্বে বিরল অনন্য শেখ হাসিনা’ বইয়ের মোড়ক উন্মোচন করছেন ভারতের ত্রিপুরা রাজ্যের উপমুখ্য মন্ত্রী শ্রী যীষ্ণু দেব বর্মন। ছবি: প্রতিনিধি

ভারত-বাংলাদেশের যৌথ উদ্যোগে বর্ণিল আয়োজনে ‘বিশ্বে বিরল অনন্য শেখ হাসিনা’ বইয়ের আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন হয়েছে।

রবিবার সন্ধ্যা ৬টায় ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার ভগৎ সিং যুব আবাসের মিলনায়তনে বইটির মোড়ক উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ত্রিপুরার উপমুখ্য মন্ত্রী শ্রী যীষ্ণু দেব বর্মন। এসময় বইটির লেখক সাতক্ষীরা (সদর)-২ আসনের নির্বাচিত সংসদ সদস্য, নৌ-কমান্ডো বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথি ত্রিপুরার উপমুখ্য মন্ত্রী শ্রী যীষ্ণু দেব বর্মন বইটির লেখক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবিকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, ‘বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বাংলাদেশের উন্নয়নে মিশন ও ভিশন নিয়ে কাজ করছেন। বাংলাদেশকে তিনি উন্নয়নের শিখড়ে নিয়ে গেছেন। তিনি আরও বলেন, একজন বীর মুক্তিযোদ্ধার লেখা বইয়ের মোড়ক উন্মোচন করতে পেরে আমি খুবই আনন্দিত এবং নিজেকে গর্বিত মনে করছি।’

বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি তার বক্তব্যে বলেন, ‘স্বজন হারানো ব্যাথা বুকে নিয়েও স্বদেশকে এগিয়ে নিতে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে দৃঢ়তা দেখিয়েছেন তা বিশ্বে বিরল ও অনন্য। বিশ্বের অন্যান্য দেশের পাঠকদের কথা বিবেচনায় নিয়ে বইটি একই মলাটে বাংলা ও ইংরেজি দু’টি ভাষায় প্রকাশ করেছি। এমপি রবি আরও বলেন, একটি সুন্দর সমাজ ও সমৃদ্ধ দেশ গঠনে নেতৃত্বের বিশেষ গুণাবলী লাগে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রজন্মের জন্য বিরল নেতৃত্ব হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন। বইটিতে প্রধানমন্ত্রীর বাল্যকাল থেকে অদ্যবধি জীবনের বিভিন্ন পর্যায়গুলো সন্নিবেশিত হয়েছে।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের ত্রিপুরার ভানগার্ড টিভির চেয়ারম্যান সেবক ভট্টাচার্য, বইটির প্রকাশনা সমন্বয়কারী হিসেবে ছিলেন কাজী মাহতাব সুমন, বাংলাদেশ সংস্করণের প্রকাশক খন্দকার সোহেল (ভাষাচিত্র প্রকাশনী, ঢাকা) এবং ভারতীয় প্রকাশক তীর্থঙ্কর দাস (নীহারিকা পাবলিশার্স, আগরতলা)।

বাংলাদেশ জার্নাল/এমপি

  • সর্বশেষ
  • পঠিত