ঢাকা, শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ আপডেট : ৭ ঘন্টা আগে
শিরোনাম

বাগেরহাটে বিএনপি নেতা হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত শনাক্ত

  বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ : ১২ নভেম্বর ২০২২, ২০:০৪

বাগেরহাটে বিএনপি নেতা হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত শনাক্ত
ফাইল ছবি

বাগেরহাটে বিএনপি নেতা হত্যার ঘটনায় প্রধান অভিযুক্তকে শনাক্ত করা হয়েছে। শিগগিরই এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা হবে বলে শনিবার জানিয়েছে পুলিশ।

শুক্রবার রাতে জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক নূরে আলম তানুকে হত্যা করা হয়। তবে এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি।

শুক্রবার রাত পৌনে ১০টার দিকে শহরের বাসাবাটি এলাকায় নিজ বাড়ির সামনেই স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক নূরে আলম তানু ভূঁইয়াকে গুলি করা হয়।

স্বজনরা জানান, নূরে আলম ঘর থেকে বের হওয়ার পরপরই গুলি করা হয় তাকে। উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষরা হত্যা করেছে বলে দাবি করছে নিহতের পরিবার।

বাগেরহাট সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. এ এস এম জব্বার ফারুকী জানান, নিহতের শরীরে একাধিক গুলির চিহ্ন পাওয়া গেছে।

বাগেরহাট পুলিশ সুপার কার্যালয়ের গণমাধ্যম শাখার মুখপাত্র এস এম আশরাফুল আলম জানান, নিহত বিএনপি নেতার বিরুদ্ধে মাদক, বিষ্ফোরক দ্রব্য এবং বিশেষ ক্ষমতা আইনসহ অন্তত আটটি মামলা রয়েছে। তার হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করেছে পুলিশ।

হত্যায় জড়িত সবাইকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন নিহতের পরিবার ও স্বজনরা।

বাংলাদেশ জার্নাল/এমএস

  • সর্বশেষ
  • পঠিত