ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪৯ মিনিট আগে
শিরোনাম

‘সাপ, সাপের কামড়: প্রতিরোধ ও চিকিৎসা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২২, ১৩:৪৯  
আপডেট :
 ১৬ নভেম্বর ২০২২, ১৯:১২

‘সাপ, সাপের কামড়: প্রতিরোধ ও চিকিৎসা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বক্তাদের হাতে ক্রেস্ট তুলে দেন আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজের অধ্যক্ষ ও ভাইস প্রিন্সিপাল।

আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজের সহযোগিতায় ‘সাপ, সাপের কামড়: প্রতিরোধ ও চিকিৎসা’ শীর্ষক সেমিনার মঙ্গলবার অনুষ্ঠিত হয়। নেচার স্টাডি সোসাইটি অব বাংলাদেশ-এর উদ্যোগে এ সেমিনারটি পৃষ্ঠপোষকতা করে একমি ল্যাবরেটরিজ লিমিটেড।

সেমিনারের সভাপতিত্ব করেন আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজের অধ্যক্ষ, অধ্যাপক ডাঃ মো. এখলাছুর রহমান। বিশেষ অতিথি ছিলেন আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর ডাঃ মো. হাবিবুজ্জামান চৌধুরী।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজের প্রফেসর ডাঃ রুবায়ত শেখ গিয়াসউদ্দিন। সেমিনারে আরও উপস্থিত ছিলেন মেডিসিনের স্বনামধন্য অধ্যাপক, ফ্যাকাল্টি ও আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকরা। এছাড়াও উপস্থিত ছিলেন নেচার স্টাডি সোসাইটি চেয়ারম্যান মিজানুর রহমান ভূঁইয়া।

সেমিনার

সেমিনারে সাপ, সাপের কামড় এবং এর প্রতিরোধ বিষয়ে প্রধান বক্তা ছিলেন, এনএসএসবি’স ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেকবাইট কনসালটেন্ট ডাঃ মো. আবু সাঈদ। সাপের কামড়ের আধুনিক চিকিৎসা ব্যবস্থাপনা বিষয়ে বক্তব্য রাখেন, সংক্রামক রোগ হাসপাতালের কনসালটেন্ট ডাঃ আরিফুল বাশার। এছাড়াও এনএসএসবি এবং এর প্রকৃতি সংরক্ষণ কার্যক্রম নিয়ে বক্তব্য রাখেন, এএফএনআইয়ের প্রতিষ্ঠাতা পরিচালক ক্যাপ্টেন কাওসার মোস্তফা।

সবশেষে, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজের অধ্যক্ষ ও ভাইস প্রিন্সিপাল বক্তাদের হাতে ক্রেস্ট তুলে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

বাংলাদেশ জার্নাল/এমআর

  • সর্বশেষ
  • পঠিত