ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৪ মিনিট আগে
শিরোনাম

ইবিতে চিনুয়া আচিবে স্মরণে আলোচনা সভা

  ইবি প্রতিনিধি

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২২, ২০:১৬

ইবিতে চিনুয়া আচিবে স্মরণে আলোচনা সভা
অনুষ্ঠানে বক্তারা। ছবি: প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নাইজেরিয়ার প্রখ্যাত সাহিত্যিক এবং আধুনিক আফ্রিকান সাহিত্যের জনক চিনুয়া আচিবে স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১২টায় রবীন্দ্র-নজরুল কলা ভবনের ২০২নং কক্ষে এ সভার আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ।

সভায় বিভাগের সভাপতি অধ্যাপক ড. মিয়া রাসিদুজ্জামানের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. হারুন উর-রশিদ-আসকারী। এসময় আরও উপস্থিত ছিলেন বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান, অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ, সহযোগী অধ্যাপক সাজ্জাদ হোসেন জাহিদ, সহকারী অধ্যাপক প্রকাশ চন্দ্র বিশ্বাস, সহকারী অধ্যাপক শারমীন সুলতানা প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিভাগের অধ্যাপক ড. মামুনুর রহমান।

সভায় বক্তারা চিনুয়া আচিবের সাহিত্যকর্ম ও জীবন দর্শন নিয়ে জ্ঞানগর্ভ আলোচনা করেন। সভা শেষে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভাগের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে এসে শেষ হয়।

বাংলাদেশ জার্নাল/এমপি

  • সর্বশেষ
  • পঠিত