ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৬ মিনিট আগে
শিরোনাম

ডিজিটাল বাংলাদেশ দিবস: কুইজের নিবন্ধন চলছে অনলাইনে

  বাংলাদেশ জার্নাল

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২২, ১৭:২৬  
আপডেট :
 ১৮ নভেম্বর ২০২২, ১৭:৩৭

ডিজিটাল বাংলাদেশ দিবস: কুইজের নিবন্ধন চলছে অনলাইনে
ফাইল ছবি

‘ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২২’ উপলক্ষ্যে ৮ বা তদুর্ধ্ব বছর বয়সী সব নাগরিকের জন্য আয়োজন করা হয়েছে অনলাইন কুইজ প্রতিযোগিতা । নিবন্ধন চলবে ২৬ নভেম্বর পর্যন্ত। রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে এই নিবন্ধনের সময় দেয়া হয়েছে। বিস্তারিত quiz.digitalbangladesh.gov.bd -এই সাইটে পাওয়া যাবে।

জানা গেছে, বয়স অনুযায়ী নিম্নোক্ত তিনটি গ্রুপে ৮ থেকে তদুর্ধ্ব বছর বয়সী সব বাংলাদেশি নাগরিক অংশগ্রহণ করতে পারবে। গ্রুপ ক: ৮-১২ বছর, গ্রুপ খ: ১৩-১৮ বছর, গ্রুপ গ: ১৯-তদুর্ধ্ব বছর।

অনলাইন কুইজ প্রতিযোগিতার সময়:

উল্লেখিত তারিখে সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে যে কোনো সময় কুইজ শুরু করা যাবে। কুইজ শুরু করার পর একজন প্রতিযোগী পরবর্তী ২১ মিনিট সময় পাবে।

- গ্রুপ ক: ২৯ নভেম্বর

- গ্রুপ খ: ০১ ডিসেম্বর

- গ্রুপ গ: ০২ ডিসেম্বর

কুইজের বিষয়:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শ, মুজিববর্ষ; মুক্তিযুদ্ধ, স্বাধীনতার সূবর্ণজয়ন্তী, নির্বাচনী ইশতেহার, ভিশন ২০২১, ২০৪১ এবং ডেল্টা প্ল্যান ২১০০; ডিজিটাল বাংলাদেশ দিবস, ডিজিটাল বাংলাদেশ রূপকল্প, ডিজিটাল বাংলাদেশের চার স্তম্ভ, সব ই-সেবা; বাংলাদেশের অর্জনসহ প্রভৃতি বিষয় থেকে প্রশ্ন নির্ধারণ করা হবে।

নিয়মাবলী:

-একজন প্রতিযোগী একবারই অংশগ্রহণ করতে পারবেন।

-প্রত্যেকের জন্য বরাদ্দকৃত সময় ২১ মিনিট।

-সব প্রশ্নের মান সমান (১ নম্বর)।

-সব প্রশ্নের উত্তরের জন্য চারটি বিকল্প থেকে একটি সঠিক উত্তর বাছাই করতে হবে (এমসিকিউ)।

-কম সময়ে সর্বোচ্চ সংখ্যক সঠিক উত্তরদাতা থেকে বিজয়ী নির্বাচন করা হবে।

-চূড়ান্ত বিজয়ীদের ক্ষেত্রে বয়স যাচাই সাপেক্ষে পুরস্কার প্রদান করা হবে। ভুল/মিথ্যা তথ্য দিয়ে অংশগ্রহণ করলে তাকে প্রতিযোগিতা থেকে বাতিল বলে গণ্য করা হবে।

-প্রতিযোগিতা বাস্তবায়নের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্পৃক্ত ব্যক্তি ও পরিবারবর্গ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন না।

সর্বমোট ২১টি পুরস্কার:

তিনটি গ্রুপের (ক, খ, গ) প্রত্যেকটিতে ৭ জন করে সর্বমোট ২১ জনকে বিজয়ী হিসেবে নির্বাচন করা হবে।

১ম পুরস্কার: ল্যাপটপ কোর আই ৭, ১০ জেনারেশন

২য় পুরস্কার: ল্যাপটপ কোর আই ৭, ৮ জেনারেশন

৩য় পুরস্কার: ল্যাপটপ কোর আই ৫, ১০ জেনারেশন

৪র্থ পুরস্কার: ল্যাপটপ কোর আই ৩, ১০ জেনারেশন

৫ম-৭ম পুরস্কার: স্মার্ট ফোন

বাংলাদেশ জার্নাল/এমআই

  • সর্বশেষ
  • পঠিত