ধামরাইয়ে স্বামীর হাতে স্ত্রী খুন
ধামরাই প্রতিনিধি
প্রকাশ : ২০ নভেম্বর ২০২২, ১৬:০৪

ঢাকার ধামরাইয়ে স্বামীর হাতে এক গৃহবধূ খুন হয়েছে। এ ঘটনায় স্বামী কোহিনূর ইসলাম পলাতক রয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ।
রোববার সকালে এই ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার উপ-পুলিশ পরিদর্শক রবিউল।
নিহত জুলেখা বেগম (৫০) উপজেলার কুল্লা ইউনিয়নের ফোর্ডনগর গ্রামের বাসিন্দা মোঃ কোহিনুর ইসলামের স্ত্রী।
উপ-পুলিশ পরিদর্শক রবিউল বলেন, পারিবারিক কলহের জেরে কোহিনূর ইসলাম তার স্ত্রীকে খুন করে। মরদেহের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।
বাংলাদেশ জার্নাল/জিকে