ঢাকা, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ আপডেট : ৫ ঘন্টা আগে
শিরোনাম

হার্ট অ্যাটাকে আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু

  কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ : ২২ নভেম্বর ২০২২, ২১:৩০

হার্ট অ্যাটাকে আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু
ছবি প্রতীকী

প্রিয় দল আর্জেন্টিনা হেরে যাওয়াটা মেনে নিতে পারেননি কুমিল্লার কাকন। কাতার বিশ্বকাপে গ্রুপ সি’র ম্যাচে আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়েছে ফিফা ব়্যাংকিংয়ে ৫১ নম্বরে থাকা সৌদি আরব। এতেই স্টোক করে করেন কাকন। মঙ্গলবার সন্ধ্যায় কুমিল্লা রেসকোর্স এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত জাভেদের বড় ভাই মো. আবু নাছের কুমিল্লার বুড়িচং উপজেলার শিকারপুর গ্রামের বাড়িতে খেলা দেখার সময় স্ট্রোক করে মারা যান বলে বিষয়টি নিশ্চিত করেছেন। বুড়িচং থানার ওসি মারুফ রহমান জানান, মৃত্যুর বিষয়টি এখনও আমরা জানিনা। তবে খোঁজ নেয়ার চেষ্টা করছি।

এদিকে টানা ৩৬ ম্যাচ অপরাজিত থেকে আর্জেন্টিনা যেন রীতিমতো উড়ছিল! সেই উড়ন্ত আর্জেন্টিনাকেই মাটিতে নামিয়ে আনল এশিয়ার দল সৌদি আরব। শুরুতে পিছিয়ে পড়েও আলবিসেলেস্তেদের হারাল ২-১ গোলে, জন্ম দিল এবারের বিশ্বকাপের প্রথম অঘটনের।

অথচ শুরুর অর্ধটা বলছিল, ম্যাচটা বুঝি আর্জেন্টিনা জিততে যাচ্ছে হেসে খেলেই! শুরুতেই আক্রমণে ওঠেন মেসিরা, তার একটা শট রুখে দেন গোলরক্ষক ওয়াইস। তবে ১০ মিনিটে তার পেনাল্টিটা ফেরাতে পারেননি। মেসির গোলে এগিয়ে গিয়ে আর্জেন্টিনা আক্রমণে আরও শাণ দিতে থাকে।

২২ মিনিটে তার সূত্র ধরে আরও একবার বল জালে জড়ায় আলবিসেলেস্তেরা। তবে মেসির সেই দারুণ ফিনিশ গোলে রূপ পায়নি অফসাইডের কাটায়। লিওনেল স্ক্যালোনির দল আরও দুবার বল জড়িয়েছে সৌদির জালে।

সেই দুই বারও আর্জেন্টিনার গোলের পথে কাঁটা হয়ে দাঁড়ায় অফসাইড। প্রথমার্ধে খেলাটা শেষ করে দিতে পারেনি আর্জেন্টিনা। তারই মাসুলটা দেয় দ্বিতীয়ার্ধে।

বাংলাদেশ জার্নাল/এমএ

  • সর্বশেষ
  • পঠিত