মহাসমাবেশের মাধ্যমে প্রমাণ হবে চট্টগ্রামে নৌকার জোয়ার
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২২, ২১:২৮
আগামী ৪ ডিসেম্বর ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহাসমাবেশ উপলক্ষে চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা নুরুল আজিম রনির উদ্যোগে গণসংযোগ, প্রচারণা ও পথসভার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার বিকেলে এনায়েতবাজার থেকে শুরু হয়ে তিন পুল, নিউমার্কেট কোতোয়ালি, সিনেমা প্যালেস হয়ে ডি.সি হিল এক সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়। চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা নুরুল আজিম রনির সভাপতিত্বে প্রচারণা উদ্বোধন করেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর।
এসময় হেলাল আকবর চৌধুরী বাবর বলেন, আগামী ৪ ডিসেম্ভর পলোগ্রাউন্ড মাঠের সমাবেশকে ঘিরে চট্টগ্রামবাসীর মাঝে আমেজ ও উদ্দীপনা তৈরি হয়েছে। দেশের সার্বিক খাতে অভূতপূর্ব উন্নয়নে দেশবাসীর মাঝে যে আস্থা জননেত্রী শেখ হাসিনা অর্জন করেছেন তার অন্যতম প্রমাণ বহন করবে চট্টগ্রামের জনসভা। এই জনসভা হবে স্মরণকালের সেরা জনসমুদ্র। চট্টলবাসীর সেই আবেগকে আরও বেগবান করার লক্ষ্যে আমাদের এই তৎপরতা।
পথসভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা শিবু প্রসাদ চৌধুরী, রতন ঘোষ, মোহাম্মদ দেলোয়ার, কামরুল হাসান, রকিবুল ইসলাম সেলিম, মেহেদী হাসান,আরফাতুল করিম আসিকুন্নবী, মিজানুর রহমান মিজান, জিএস আমিনুল করিম,মনিরুল ইসলাম, জাহিদ হাসান সাইমুন, এম ইউ সোহেল।
এসময় আরও উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবকলীগ নেতা মোরশেদ, এ কে মাসুদ, বিপ্লব দাশ, ইকবাল, ফরিদ,শাহাদাৎ সালাম শাওন,মো সাহেদ,মুহাম্মদ আরিফ হোসেন,হায়দার আলী সাদ্দাম, ঐশিক পাল জিতু,ইমজানুল ইমু,মো ইবনুল ইভান,ইব্রাহিম রুবেল,শিহাব আলী চৌধুরী,মিনহাজ,তানভীর হোসেন,রবিউল ইসলাম রনি,সাজ্জাদুল ইসলাম সোহাগ,সায়িদ বিন আব্দুল্লাহ নাহিদ,সাদনাম সাকিব,মুশফিকুল হায়দার, গোবিন্দ দত্ত, কাজী আবদুল আজিজ রায়হান, মো মিশন প্রমুখ।
বাংলাদেশ জার্নাল/আরকে