ঢাকা, বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ২১ অগ্রহায়ণ ১৪৩০ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

জামালপুর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন ২৮ নভেম্বর

  জামালপুর প্রতিনিধি

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২২, ১০:১৭

জামালপুর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন ২৮ নভেম্বর
আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন। ফাইল ছবি

আগামী ২৮ নভেম্বর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন উপলক্ষে বেশ জোরেশোরে প্রস্তুতি চলছে জামালপুরে।

এদিন জামালপুর জিলা স্কুল মাঠে ওই সম্মেলন হওয়ার কথা রয়েছে। সম্মেলন সফল করতে জেলার ৭টি উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যেও চলছে বিপুল উৎসাহ-উদ্দীপনা। এই সম্মেলন ঘিরে প্রতিটি উপজেলা কমিটির সভা অনুষ্ঠিত হচ্ছে।

জেলার সম্মেলনকে জাতীয়ভাবে তুলে ধরতে ৪ লাখ নেতাকর্মীর সমাগম ঘটানোর প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানিয়েছেন দলের শীর্ষ নেতা ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী। ফারুক বলেন, সর্বশেষ ২০১৫ সালের ২০ মে জামালপুর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন হয়। সম্মেলনে অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহকে সভাপতি এবং আমাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এরপর ৭৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে পুরো জেলার আওয়ামী লীগকে সুসংগঠিত করার কাজে মাঠে নেমেছি। একদিনের জন্যও দলের বাইরে সময় কাটানোর চেষ্টা করিনি।

ফারুক আহমেদ চৌধুরী বলেন, দেশরত্ন শেখ হাসিনার উন্নয়নে জামালপুরবাসীর সব চাওয়া পাওয়া পূরণ হয়েছে। জামালপুর আওয়ামী লীগের মহাপুরুষ মির্জা আজমের হাত ধরেই দল আজ তৃণমূল থেকে শুরু করে উপজেলা, জেলা পর্যায়ে শক্তিশালী। জেলার ৫টি সংসদীয় আসন আওয়ামী লীগের ঘরে। এই ধারাবাহিকতায় দলকে এগিয়ে নিতেই সম্মেলনকে সফল করতে সর্বাত্মক চেষ্টা চলছে।

জামালপুর জেলা আওয়ামী লীগের সম্মেলন নিয়ে মাঠে নেমেছেন জেলার মুক্তিযোদ্ধারা। জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সুজায়েত আলী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গড়া সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর মুক্তিযোদ্ধারা স্বাধীনতার সপক্ষের শক্তি ঐক্যবদ্ধ। জামালপুর জেলার মুক্তিযোদ্ধা আজ সুসংগঠিত।

দলীয় সূত্রে জানা গেছে, জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সম্মেলনের উদ্বোধন করবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী। এ ছাড়া উপস্থিত থাকবেন সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম প্রমুখ।

বাংলাদেশ জার্নাল/রাজু

  • সর্বশেষ
  • পঠিত