ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

সাভারে নদী রক্ষায় সমাবেশ

  সাভার প্রতিনিধি

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২২, ১৬:০০

সাভারে নদী রক্ষায় সমাবেশ
সমাবেশে বক্তারা। ছবি: প্রতিনিধি

সাভারের নদী রক্ষায় নামমাত্র উচ্ছেদ অভিযান নয়, পূর্ণাঙ্গ উচ্ছেদ অভিযান পরিচালনার দাবি করেছেন নদী ও পরিবেশ উন্নয়ন পরিষদ (নপউপ)।

শনিবার ঢাকার সাভারের বংশী নদীর তীরে গণসমাবেশ থেকে এ আহ্বান জানান সংগঠনের নেতৃবৃন্দ। তারা আরও বলেন, দিন দিন দখল হয়ে যাচ্ছে খরস্রোতা বংশী নদী। বিভিন্ন কল-কারখানার বর্জ্যে দূষিত হয়ে পড়েছে নদীর পানি। যা আজ জনস্বাস্থ্যের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।

নদীর পাড় উচ্ছেদ অভিযান ও প্রাসঙ্গিক বিষয় নিয়ে বারবার বিভিন্ন সংগঠন আন্দোলন করে এলেও বাস্তবে নদী রক্ষায় কোন কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

গণ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, নদী ও পরিবেশ উন্নয়ন পরিষদের সভাপতি কৃষিবিদ ডক্টর রফিকুল ইসলাম ঠান্ডু মোল্লা, সাধারণ সম্পাদক মোহাম্মদ শামসুল হক, সাভার নাগরিক কমিটির সাধারণ সম্পাদক সালাউদ্দিন খান নঈম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি আব্দুল কাদের তালুকদার, মহিলা পরিষদের সভাপতি পারভীন ইসলামসহ প্রমুখ।

এ ব্যাপারে ঢাকা জেলা প্রশাসক বরাবর একটি স্মারক লিপি প্রদান করেছেন সংগঠনের নেতৃবৃন্দ। এতে নদী রক্ষায় ৯টি দাবি পেশ করা হয়েছে।

বাংলাদেশ জার্নাল/এমপি

  • সর্বশেষ
  • পঠিত