ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪৪ মিনিট আগে
শিরোনাম

লালমনিরহাটে আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ২০

  লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২২, ১৭:৫২  
আপডেট :
 ২৬ নভেম্বর ২০২২, ১৭:৫৭

লালমনিরহাটে আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ২০
আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ। ছবি: প্রতিনিধি

লালমনিরহাটের আদিতমারীতে কমিটি নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ, ধাওয়া ও পাল্টা ধাওয়ায় পুলিশ, সাংবাদিক ও পথচারীসহ অন্তত ২০ জন আহত হয়েছে।

শনিবার বিকেলে ওই উপজেলায় ঘণ্টাব্যাপী দুই গ্রুপের সংঘর্ষের পাশাপাশি দেশীয় অস্ত্রের মহড়া চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ৩টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ।

জানা গেছে, গত ৮ অক্টোবর ওই উপজেলায় আওয়ামী লীগের সম্মেলন হলেও কমিটি প্রকাশ না করে কেন্দ্রীয় নেতারা চলে যান। গত ১৯ নভেম্বর তিস্তা ব্যারেজ অবসরে জেলা কমিটির সভায় মোহাম্মদ আলীকে সভাপতি ও রফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক করে একটি কমিটি প্রকাশ করে। তার দুই দিন পর পাল্টা কমিটি দেয় কমলাবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান মাহমুদ ওমর চিশতী।

শনিবার পাল্টাপাল্টি কর্মসূচি দেয় দুই কমিটি। বিকেলে এ নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে দুই গ্রুপ দেশীয় অস্ত্রের মহড়া দেয়।

আদিতমারী থানার ওসি মোক্তারুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে ৩টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়।

বাংলাদেশ জার্নাল/এমপি

  • সর্বশেষ
  • পঠিত