ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১১ মিনিট আগে
শিরোনাম

ফরিদপুরে বালু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ১

  ফরিদপুর প্রতিনিধি

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২২, ১৭:২৭

ফরিদপুরে বালু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ১
ফাইল ছবি

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় মো. কাউসার হোসেন খান (৪০) নামের এক বালু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনায় সিফাত (১৫) নামের এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার (২৭ নভেম্বর) সকালে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার দিনগত গভীর রাতে ডিবি ও জেলা পুলিশের একটি টিম যৌথ অভিযান চালিয়ে ওই তরুণকে গ্রেপ্তার করে।

সিফাত নামের ওই তরুণ বালু ব্যবসায়ী কাউসারকে ছুরি দিয়ে হত্যার কথা স্বীকার করেছেন বলে দাবি পুলিশের।

এব্যাপারে রবিবার বিকাল ৩টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে এ সংক্রান্ত এক প্রেসব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। সেখানে এব্যাপারে বিস্তারিত জানানো হবে বলে জানান জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ ইমদাদ হুসাইন।

এর আগে, শুক্রবার (২৫ নভেম্বর) রাত থেকে নিখোঁজ ছিলেন বালু ব্যবসায়ী কাউসার। পরদিন শনিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলার গাজিরটেক ইউনিয়নের জাজেরার সূরার ভাঙ্গা মাথা নামক স্থানের পদ্মার বালুরচরে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পুলিশ।

অন্যদিকে, খবর পেয়ে ফরিদপুরের পুলিশ সুপার মো. শাহজাহান, অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার ও চরভদ্রাসন থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। সে সময় পুলিশ সুপার শাহজাহান এ হত্যাকাণ্ডের সাথে জড়িত অপরাধীদের খুঁজে বের করে আইনের আওতায় আনার আশ্বাস দেন।

বাংলাদেশ জার্নাল/এমপি

  • সর্বশেষ
  • পঠিত