ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ আপডেট : ৯ মিনিট আগে
শিরোনাম

শার্শায় ৯ সোনার বার উদ্ধার

  যশোর প্রতিনিধি

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২২, ১৮:৩২

শার্শায় ৯ সোনার বার উদ্ধার
উদ্ধারকৃত সোনার বার। সংগৃহীত ছবি

যশোরের শার্শা উপজেলার আমড়াখালি চেকপোস্ট এলাকায় একটি ভ্যানে তল্লাশি চালিয়ে ৯টি সোনার বার উদ্ধার করেছে বিজিবি। তবে পলিয়ে যেতে সক্ষম হয়েছে ভ্যানচালক। শনিবার দিবাগত রাত ১২টার দিকে অভিযান চালিয়ে এ সোনার বার উদ্ধার করা হয়।

বিজিবি যশোর ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন শার্শা উপজেলার বাগআঁচড়া সাতমাইল এলাকার মৃত মহর আলীর ছেলে মিলন ওরফে ছোটবাবু ভ্যানের মধ্যে লুকিয়ে সোনা পাচার করে। এরপর রাত ১১টার দিকে নায়েক সুবেদার কালাম হোসেনের নেতৃত্বে বিজিবির একটি টিম যশোর বেনাপোল সড়কের আমড়াখালি থেকে কাগজপুকুর রাস্তায় ভ্যানটি আটকে অভিযান চালায়। মিলন বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে আমড়াখালি চেকপোস্টের অদূরে ভ্যানটি ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ভ্যানটি জব্দ করে। এরপর তল্লাশি চালিয়ে ভ্যানের কাঠের বাতার মধ্যে কৌশলে লুকিয়ে রাখা ৯টি সোনারবার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সোনার ওজন এক কেজি এবং বাজার মূল্য ৯৩ লাখ ৫০ হাজার টাকা।

তিনি আরো জানান, উদ্ধারকৃত সোনার বারসহ মালামাল বেনাপোল পোর্ট থানায় জমা দেয়া হয়েছে।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত