দিনাজপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কা, নিহত ২
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২২, ১১:৩৫ আপডেট : ২৮ নভেম্বর ২০২২, ১৩:১১

দিনাজপুরের ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কায় চালক ও তার সহকারী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ নভেম্বর) ভোরে ঘোড়াঘাট পৌর এলাকার গাইবান্ধা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
|আরো খবর
নিহতরা হলেন- কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাশআরা গ্রামের সিরাজ শেখের ছেলে শিলন মিয়া (৪০) ও একই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে সাইফুল ইসলাম (২২)। নিহত শিলন ট্রাক চালক ও সাইফুল ট্রাকের হেলপার হিসেবে কর্মরত ছিলেন।
ঘোড়াঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) মোজাফ্ফর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঘোড়াঘাট উপজেলার গাইবান্ধা মোড়ে বালুভর্তি একটি ট্রাকের পেছনে পঞ্চগড় থেকে আসা পাথর বোঝা আরেকটি ট্রাক ধাক্কা দেয়। এতে পাথর বোঝাই ট্রাকের চালক ও হেলপার ঘটনাস্থলে মারা যান। দুর্ঘটনা কবলিত দুটি ট্রাক পুলিশ হেফাজতে রয়েছে। নিহতদের পরিবারে সংবাদ দেয়া হয়েছে। তার আসলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
এ ঘটনায় ঘোড়াঘাট থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলে জানান এসআই মোজাফ্ফর রহমান।
বাংলাদেশ জার্নাল/ওএফ