ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩০ মিনিট আগে
শিরোনাম

পটুয়াখালীতে ৪৬ কেজি মণ ধরে ধান কেনায় প্রতিবাদ

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২২, ০০:০০

পটুয়াখালীতে ৪৬ কেজি মণ ধরে ধান কেনায় প্রতিবাদ
ছবি- প্রতিনিধি

৪০ কেজিতে ১ মণ গণনা হলেও পটুয়াখালীর কলাপাড়ার চিত্র উল্টো। ব্যাবসায়ীরা কৃষকদের কাছ থেকে ৪৬ কেজি মণ বহাল রেখে ধান কেনা হচ্ছে। ফলে কৃষকরা প্রতি মণে ৬ কেজি করে ঠকে যাচ্ছেন।

সোমবার বেলা ১১ টায় কুয়াকাটা মহাসড়কের পাখিমারা বাজারে তাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে সমাবেশ ও মানববন্ধন করেছেন কৃষকরা। বাংলাদেশ কৃষক সমিতি নীলগঞ্জ ইউনিয়ন শাখার উদ্যোগে প্রায় ঘন্টাব্যাপী কর্মসূচিতে স্থানীয় কৃষকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ কৃষক সমিতি উপজেলা শাখার আহবায়ক জিএম মাহবুবুর রহমানের সভাপতিত্বে কৃষক সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির উপজেলা শাখার সম্পাদক ও নাগরিক উদ্যোগের আহবায়ক কমরেড নাসির তালুকদার, বাংলাদেশ কৃষক সমিতির সদস্য খান মতিউর রহমান, ক্ষেত মজুর সমিতির উপজেলা আহবায়ক প্রভাষক রফিকুল ইসলাম, কৃষক সমিতি নীলগঞ্জ ইউনিয়ন শাখার ওয়ার্ড আহবায়ক মো.জাকির হোসাইন, যুগ্ন আহবায়ক মো.আব্দুল হক গাজী প্রমুখ।

বক্তারা ৪৬ কেজিতে মন নয়, ৪০ কেজিতে মণ চাই, প্রকৃত কৃষকের কাছ থেকে ধান-চাল ক্রয় করা, প্রতিটি ইউনিয়নে গোডাউন নির্মান, শষ্য বীমা চালু করন, নদী,খাল,জলাশয় ও স্লুইজ গেইট দখল মুক্ত, সহজ শর্তে কৃষি ঋন প্রদান, স্বল্প মূল্যে সার, কীটনাশক ওষধ, ডিজেল, বিদ্যুৎ সরবারহ, নীলগঞ্জ ইউনিয়নের ইজারাকৃত সকল খালের ইজারা বাতিল, পখিমারা বাজারের গরু-ছাগলের হাট পুনরায় চালু ও ফসলের ন্যায্য দামের দাবি জানান।

বাংলাদেশ জার্নাল/নুসরাত/আরকে/এমএ

  • সর্বশেষ
  • পঠিত