ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪১ মিনিট আগে
শিরোনাম

গাজীপুরে তুলার গুদামের আগুন নিয়ন্ত্রণে

  গাজীপুর প্রতিনিধি

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২২, ১৫:০৮

গাজীপুরে তুলার গুদামের আগুন নিয়ন্ত্রণে
সামিম টেক্সটাইল মিলের তুলার গুদাম। ছবি: প্রতিনিধি

গাজীপুরের সদর উপজেলার ভবানীপুর এলাকায় সামিম টেক্সটাইল মিলের তুলার গুদামে প্রায় ১৩ ঘন্টা পরে আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করেছে। এদিকে আগুন ক্ষয়-ক্ষতির পরিমাণ চারশত কোটি টাকা বলে জানিয়েছেন কারখানা কর্তৃপক্ষ।

মঙ্গলবার দুপুর ১২টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানান শ্রীপুর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মো. বেলাল

আব্দুল্লাহ আল আরেফীন জানান, সোমবার দিবাগত রাতে ১২টার দিকে সদর উপজেলার ভবানীপুর এলাকার সাফারী পার্ক সড়কে শামীম টেক্সটাইল মিলের তুলার গুদামে আগুন লাগে। আগুন লাগার খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। আগুনের মাত্রা বাড়তে থাকায় পরে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ও শ্রীপুর ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিটসহ মোট পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার দুপুর ১২টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। কাজ শেষ হলে ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো হবে।

সামিম টেক্সটাইল মিলের পরিচালক আবুল খায়ের মানিক জানান, প্রাথমিক ভাবে সাড়ে তিনশত থেকে চারশত কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছি। পূর্ণাঙ্গ হিসাব করলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়বে।

আরও পড়ুন: গাজীপুরে টেক্সটাইল মিলে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

১০ ঘণ্টায় নিভেনি তুলার গুদামের আগুন

বাংলাদেশ জার্নাল/জিকে

  • সর্বশেষ
  • পঠিত