ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

সেনাবাহিনীর ভুয়া নিয়োগপত্র দিয়ে টাকা হাতিয়ে নিতেন তিনি

  জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২২, ১৮:২৬

সেনাবাহিনীর ভুয়া নিয়োগপত্র দিয়ে টাকা হাতিয়ে নিতেন তিনি
গ্রেপ্তারকৃত ব্যক্তি। ছবি: প্রতিনিধি

জয়পুরহাটে সেনাবাহিনীতে চাকরির প্রলোভন দেখিয়ে ও ভুয়া নিয়োগপত্র প্রদানের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়া প্রতারক চক্রের মূলহোতা শাহিনুর ইসলামকে (৩৩) গ্রেপ্তার করেছে র‌্যাব। এসময় তার কাছ থেকে ভুয়া নিয়োগপত্র ও দুইটি সিল উদ্ধার করা হয়। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত শাহিনুর ইসলাম নওগাঁর ধামুইরহাট উপজেলার আজমপুর গ্রামের মজিবর রহমানের ছেলে।

জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. মোস্তফা জামান জানান, শাহিনুর ইসলাম ৪/৫ জনের একটি সিন্ডিকেটের মূলহোতা। তারা ২০১৬ সাল থেকে দরিদ্র মানুষের সাথে প্রতারণামূলক কর্মকাণ্ড করে আসছে। এ সিন্ডিকেট অবৈধ নিয়োগের মিথ্যা আশ্বাসে ভুয়া নিয়োগপত্র দিয়ে চাকরি প্রার্থীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিতো।

কয়েকদিন আগে সেনাবাহিনীতে নিয়োগ চলাকালে গ্রেপ্তারকৃত শাহিনুর একজন প্রার্থীর সাথে যোগাযোগ করে চাকরি দেয়ার জন্য অবৈধভাবে ১০ লক্ষ টাকা হাতিয়ে নেন এবং ভুয়া নিয়োগপত্র দেন। এ বিষয়টি র‌্যাব জানতে পেরে সোমবার রাতে জয়পুরহাট শহরের পাসপোর্ট অফিস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। এ ঘটনায় সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ জার্নাল/এমপি

  • সর্বশেষ
  • পঠিত