নাটোরে চালের ড্রাম থেকে মরদেহ উদ্ধার
নাটোর প্রতিনিধি
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২২, ২২:৪৭

নাটোরের নলডাঙ্গায় চালের ড্রাম থেকে বস্তাবন্দি অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত ব্যক্তির নাম মো. মোজাহার হোসেন (৫৫)।
|আরো খবর
মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুরে উপজেলার পিপরুল ইউনিয়নের মোফাপাড়া এলাকার একটি ব্রিজের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সকালে মোফাপাড়া এলাকার একটি ব্রিজের পাশে তালাবদ্ধ ড্রাম দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে এসে সিআইডির ফরেনসিক দলকে খবর দেয়। পরে দুপুরে ফরেনসিক দল মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
বিষয়টি নিশ্চিত করে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, নিহতের হাতের ছাপ পরীক্ষা করে সিআইডি জানতে পেরেছে তিনি রাজশাহীর বাগমারা উপজেলার নখোপাড়া কাপিলা এলাকার বাসিন্দা। সিআইডি ওই ব্যক্তির দুটি ঠিকানা (স্থায়ী ও বর্তমান) আমাদের দিয়েছে। ঠিকানা অনুযায়ী পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শরিফুল ইসলাম জানান, মরদেহ নাটোর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘটনা তদন্তে পুলিশের পাশাপাশি র্যাব ও পিবিআই মাঠে নেমেছে।
বাংলাদেশ জার্নাল/রাজু