ঢাকা, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

বেদে সম্প্রদায়ের ভিন্নধর্মী পিঠা উৎসব উদযাপন

  নড়াইল প্রতিনিধি

প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২২, ১৯:০৬

বেদে সম্প্রদায়ের ভিন্নধর্মী  পিঠা উৎসব উদযাপন
ছবি: প্রতিনিধি

নড়াইলে ভাসমান বেদে সম্প্রদায়ের লোকদের নিয়ে অনুষ্ঠিত হলো ভিন্নধর্মী পিঠা উৎসব। পাশাপাশি তাদের মাঝে শীতের গরম কাপড় বিতরণ করা হয়েছে।

তাদের জন্য এ রকম ব্যতিক্রমী উৎসবের জন্য খুশি বেদে সম্প্রদায়ের লোকজন। পিছিয়ে পড়া বেদে সম্প্রদায়ের মুখে হাসি ফোটানোর জন্যই এই আয়োজন বলে জানান আয়োজকরা।

সমাজের পিছিয়ে পড়া বেদে সম্প্রদায়ের নিয়ে দীর্ঘদিন কাজ করছেন ‘স্বপ্নে খোঁজ’ ফাউন্ডেশন নামের এই সংস্থা।

শুক্রবার সদর উপজেলার সিমাখালী এলাকায় স্বপ্নে খোঁজ ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব পালিত হয়। এ সময় শীতের গরম কাপড় বিতরণ করা হয়।

এ সময় নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ রবিউল ইসলাম, আউড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান এস এম পলাশ, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারন সম্পাদক শরফুল আলম লিটু, স্বপ্নে খোঁজ ফাউন্ডেশন সভাপতি মির্জা গালিব সতেজহর সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ জার্নাল/নুসরাত/এমএস

  • সর্বশেষ
  • পঠিত