ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে ধর্মঘটে দ্বিগুণ ভাড়ায় ভোগান্তি যাত্রীদের

  চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২২, ২০:৫৪

চাঁপাইনবাবগঞ্জে ধর্মঘটে দ্বিগুণ ভাড়ায় ভোগান্তি যাত্রীদের
ছবি: প্রতিনিধি

সড়ক পরিবহন আইন-২০১৮ সংশোধনে মহাসড়কে অবৈধ যানবাহন বন্ধ ও জ্বালানি তেল এবং যন্ত্রাংশের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি হ্রাসসহ ১০ দফা দাবিতে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে রাজশাহী বিভাগের ৮ জেলায় পরিবহন ধর্মঘট চলছে।

ধারাবাহিকতায় শুক্রবার সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জেও চলছে দ্বিতীয় দিনের মত পরিবহন ধর্মঘট চলছে। এতে চরম ভোগান্তিতে পড়ছে বিভিন্ন গন্তব্যে যাওয়া সাধারণ যাত্রীরা।

যাত্রীরা বলছেন, হঠাৎ করে এমন ধর্মঘটে গন্তব্যে যেতে কষ্ট হচ্ছে, গুনতে হচ্ছে দ্বিগুণ ভাড়া। হঠাৎ পরিবহন মালিক সমিতির ডাকা ধর্মঘটকে ভালভাবে নিচ্ছে না সাধারণ মানুষ।

আগামীকাল (৩ ডিসেম্বর) বিএনপির ডাকা বিভাগীয় সমাবেশ থাকায় এ ধর্মঘট ডেকেছেন সরকার অভিযোগ করেছেন সমাবেশে যোগ দিতে যাওয়া বিএনপি নেতা কর্মীরা। ধর্মঘট দিয়ে ঠেকানো যাবে না বিএনপির বিভাগীয় সমাবেশকে। সমাবেশে পায়ে হেঁটে যাচ্ছে নেতাকর্মীরা।

অপরদিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মো. হামিদুর রহমান নান্নু জানান, ১০ দফা দাবি আদায়ে ধর্মঘট ডাকা হয়েছে বিএনপির সমাবেশ কে কেন্দ্র করে নয়।

তিনি আরও জানান, ১০ দফা দাবি আদায় না হওয়া পযন্ত এ ধর্মঘট অব্যহত থাকবে।

বাংলাদেশ জার্নাল/নুসরাত/এমএস

  • সর্বশেষ
  • পঠিত