কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২২, ১১:৫৮ | অনলাইন সংস্করণ

  কুষ্টিয়া প্রতিনিধি

প্রতীকী ছবি।

কুষ্টিয়ার ভেড়ামারায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (৩ ডিসেম্বর) সকালে ভেড়ামারা উপজেলার ১২ মাইল বাহিরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া গ্রামের আনসার আলীর ছেলে সাজ্জাদ হোসেন (৫১) ও মিরপুর পৌরসভার ৮নং ওয়ার্ডের মোহাম্মদ শরীফের স্ত্রী শারমিন আক্তার (২৫)। তারা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে শ্রমিক হিসেবে কাজ করতেন। বাড়ি থেকে কর্মস্থলে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। 

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী পিন্টু ও শারমিনের মৃত্যু হয়েছে। ট্রাক ও চালককে আটক করেছে পুলিশ। মরদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।


বাংলাদেশ জার্নাল/ওএফ