ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪৪ মিনিট আগে
শিরোনাম

জয়পুরহাটে তৃতীয় দিনের পরিবহন ধর্মঘট, দুর্ভোগে যাত্রীরা

  জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২২, ১৩:৪৪

জয়পুরহাটে তৃতীয় দিনের পরিবহন ধর্মঘট, দুর্ভোগে যাত্রীরা
জয়পুরহাটে পরিবহন ধর্মঘট। ছবি: সংগৃহীত

১০ দফা দাবিতে তৃতীয় দিনের মতো রাজশাহী বিভাগে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে। এতে জয়পুরহাট জেলা থেকে অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। এমনকি জেলার বাইরে থেকেও কোনো পরিবহন জয়পুরহাট শহরে প্রবেশ করেনি। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

শনিবার (৩ ডিসেম্বর) সকালে ধর্মঘটে জয়পুরহাটের বিভিন্ন গন্তব্যে যেতে ইচ্ছুক যাত্রীদের দুর্ভোগ পোহাতে দেখো গেছে। অতিরিক্ত ভাড়া দিয়ে অনেক যাত্রী অটোরিকশা বা ছোট বাহনে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হচ্ছিলেন। এছাড়া ট্রেন স্টেশনেও যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে।

২০১৮ সালের সড়ক পরিবহন আইন সংশোধন, মহাসড়কে থ্রি-হুইলার, নসিমন, করিমন ও ভটভটির মতো অবৈধ যান চলাচল বন্ধ করাসহ ১০ দফা দাবিতে গত বৃহস্পতিবার (১ ডিসেম্বর) থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডাক দেয় রাজশাহী বিভাগীয় সড়ক পরিবহন মালিক ও শ্রমিক পরিষদ।

রাজশাহী বিভাগীয় সড়ক পরিবহন মালিক ও শ্রমিক পরিষদের কার্যকরী সভাপতি রফিকুল ইসলাম রফিক বলেন, ‘দাবি না মানা পর্যন্ত আমাদের এই ধর্মঘট চলবে। সরকার আলোচনায় না বসলে আগামীতে পুরো উত্তরবঙ্গে পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হবে।’

বাংলাদেশ জার্নাল/ওএফ

  • সর্বশেষ
  • পঠিত