মনোহরদীতে মাকে হেলিকপ্টারে বাড়ি আনলেন ছেলেরা

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২২, ২০:৫২ | অনলাইন সংস্করণ

  মনোহরদী (নরসিংদী) সংবাদদাতা

মাকে খুশি করতে হেলিকপ্টার ভাড়া করেন ছেলেরা। ছবি: প্রতিনিধি

মনোহরদীতে মাকে বিরল সম্মান দিয়ে ঢাকা থেকে হেলিকপ্টারে চড়িয়ে বাড়িতে আনলেন ছেলেরা। শনিবার দুপুরে মনোহরদীর বড়চাপা গ্রামের হাইস্কুল মাঠে হেলিকপ্টারটি নামলে স্থানীয় সেখানে ভিড় করেন। 

মনোহরদী উপজেলার বড়চাপা ইউনিয়নের প্রয়াত ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান হীরুর স্ত্রী রহিমা রহমান (৭৬)। ছোট ছেলে সরকারি কলেজের শিক্ষক আবদুল্লাহ কাইয়ুমকে নিয়ে তিনি গতমাসে ওমরা হজ্জ করতে সৌদি আরবে যান। সেখান থেকে ঢাকায় ফেরার পর তার অপর ছেলে খায়রুল বাসার আখি মায়ের অনুমতি নিয়ে তাকে বাড়ি আনতে একটি হেলিকপ্টার ভাড়া করেন। 

জনতা ব্যাংকের প্রিন্সিপাল অফিসার ছেলে আখি জানান, সে অনুযায়ী শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে মাকে হেলিকপ্টারে চড়িয়ে বাড়িতে নিয়ে আসেন তিনি। এ সময় আখি ছাড়াও বড়ভাই বড়চাপা কলেজের অধ্যক্ষ হেরেম উল্লাহ এহসান, ছোট ভাই কলেজ শিক্ষক আবদুল্লাহ কাইয়ুমও মায়ের সাথে কপ্টারে ছিলেন।

শনিবার দুপুর ১২টার দিকে তাদের নিয়ে কপ্টারটি বড়চাপা হাইস্কুল মাঠে নামে। 

এক প্রশ্নের জবাবে আখি জানান, হেলিকপ্টার ভাড়ায় তার প্রায় ৮০ হাজার টাকার মতো খরচ হয়েছে। তবে মাকে খুশি করার তুলনায় এ টাকা কিছুই নয় বলে মনে করছেন তিনি। 

এ ব্যাপারে কথা হলে মা রহিমা রহমান জানান, ছেলের আবদার ফেলতে পারেননি তিনি। আর ছেলেকে খুশি করতে পেরে তিনি নিজেও খুশি।

বাংলাদেশ জার্নাল/আরকে