ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৮ মিনিট আগে
শিরোনাম

টেকনাফে পর্যটকবাহী জাহাজে আগুন

  কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২২, ১৭:২৫

টেকনাফে পর্যটকবাহী জাহাজে আগুন
পর্যটকবাহী জাহাজ কেয়ারী ক্রুজ এন্ড ডাইনে আগুন। ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে পর্যটকবাহী জাহাজ কেয়ারী ক্রুজ এন্ড ডাইনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রোববার সকালে টেকনাফ দমদমিয়া কেয়ারীর নিজস্ব ঘাটে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের টেকনাফ স্টেশন কর্মকর্তা মুকুল নাথ।

জানা গেছে, কেয়ারী ক্রুজ অ্যান্ড ডাইন জাহাজ টি পর্যটন মৌসুমে টেকনাফ-সেন্টমার্টিন নৌ রুটে চলাচল করত। কিন্তু ওই রুটে জাহাজ চলাচল বন্ধ থাকায় তাদের নিজস্ব জেটি ঘাটে দীর্ঘ দিন নোঙর করে রাখেন মালিক পক্ষ।

স্থানীয়রা জানান, সকাল ১০টার দিকে জাহাজটির ভিতরে আগুনের কালো ধোয়া দেখতে পেয়ে ফায়ার সার্ভিসের টেকনাফ স্টেশনে খবর দেয়। তারা দ্রুত এসে দেড়ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

মুকুল নাথ জানান, সকালের দিকে আমরা সংবাদ পেয়ে অনেক চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণ করি। তবে জাহাজের পার্ল লাউঞ্জ যেখানে পর্যটকদের খাবার পরিবেশন করতেন সেখানে ২২০ ওয়াটের একটি লাইনে শর্টসার্কিটে আগুন লাগে। এ ছাড়া ৪-৫টি এসিও আগুনে পুড়ে যায়।

বাংলাদেশ জার্নাল/জিকে

  • সর্বশেষ
  • পঠিত