ধর্ম পরীক্ষা বহালের দাবিতে যশোরে মানববন্ধন
যশোর প্রতিনিধি
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২২, ০২:০৭

পাবলিক পরীক্ষায় ধর্ম পরীক্ষা বহাল, সর্বস্তরের শিক্ষায় ধর্ম শিক্ষা বাধ্যতামূলক, সিলেবাস থেকে ঈমান আকিদা বিনষ্টকারী ডারউনের বিবর্তন বাদ দেয়ার দাবিতে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
রোববার সকাল ১১টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর শাখার উদ্যোগে যশোর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। সংগঠনের জেলা সভাপতি মিয়া মোঃ আব্দুল হালিমের নেতৃত্বে মানববন্ধনে শতাধিক নেতাকর্মী ও ধর্মপ্রাণ মুসুল্লি অংশ গ্রহণ করেন। মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক মাওলানা শোয়াইব হোসেন।
এসময় তিনি বলেন, নীতি, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ ছাড়া কোন জাতির উন্নতি হতে পারে না। শিক্ষা কারিকুলাম-২০২১ এ ইসলাম ধর্ম শিক্ষা বাদ দিয়ে একটি বিভ্রান্তমূলক শিক্ষা ব্যবস্থা কয়েমের চেষ্টা চলছে।
বাংলাদেশ জার্নাল/নুসরাত/এমএ