কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৪ ফুট দৈর্ঘ্যের মৃত ডলফিন
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২২, ০২:১০

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে ৪ ফুট দৈর্ঘ্যের একটি মৃত ইরাবতি ডলফিন। এটির প্রস্থ দেড় ফুট।
|আরো খবর
রবিবার দুপুরে সৈকতের লেম্বুর চর সংলগ্ন সমুদ্র মোহনায় ডলফিনটি ভেসে আসে। পরে স্থানীয়রা ডলফিন রক্ষা কমিটির সদস্যদের খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে এটিকে অপসারনের উদ্দোগ নেয়।
ডলফিন রক্ষা কমিটির সদস্যরা জানান, ঠিক কিভাবে ডলফিনটির মৃত্যু হয়েছে, এটি নিশ্চিত করে বলা যাচ্ছেনা। তবে এটির লেজ এবং গলায় আঘাতের চিহ্ন রয়েছে।
বনবিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা মো: আবুল কালাম জানান, ঘটনাস্থলে বনকর্মীদের পাঠানো হয়েছ। এটি মাটি চাপা দেয়ার প্রক্রিয়া চলছে।
বাংলাদেশ জার্নাল/নুসরাত/এমএ