গাজীপুরে তুলার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২২, ১৩:১৯ | অনলাইন সংস্করণ
গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কেউড়ার নতুন বাজার এলাকায় এস.বি.এস টেক্সটাইল মিলস লিমিটেড নামের কারখানার তুলার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়।
এসময় আগুনের কালো ধোয়া আকাশে ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। দুপুর পৌণে একটা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।
গাজীপুরের শ্রীপুর ফায়ার স্টেশনের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।
তবে এখনও আগুন লাগার কারণ বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, আগুনের কারণ ও হতাহতের খবর জানা সম্ভব হয়নি। খবর পেয়ে শ্রীপুর ফায়ার স্টেশনের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে। কাপাসিয়া ও জয়দেবপুর ফায়ার স্টেশন থেকে আরও দুইটি ইউনিট পথে রয়েছে।
বাংলাদেশ জার্নাল/এমপি