ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৮ মিনিট আগে
শিরোনাম

বিএনপির সমাবেশ ঘিরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তল্লাশি

  নিজস্ব প্রতিনিধি

প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২২, ১৬:৫৬  
আপডেট :
 ০৮ ডিসেম্বর ২০২২, ১৭:২৪

বিএনপির সমাবেশ ঘিরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তল্লাশি
ছবি: সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢাকামুখী বাসসহ বিভিন্ন যানবাহন থামিয়ে তল্লাশি চালিয়েছে পুলিশ। বৃহস্পতিবার সকাল থেকেই এ তল্লাশি চালানো হয়। তবে দুপুর পর্যন্ত কাউকে আটকের কোনো খবর পাওয়া যায়নি৷

ঢাকায় বিএনপির বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে রাজধানীর প্রবেশ মুখ সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় তল্লাশিচৌকি বসানো হয়।

বিএনপির সমাবেশকে কেন্দ্র করে নাশকতা যাতে না হয়, সেজন্য পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন সিদ্ধিরগঞ্জের থানার পরিদর্শক (অপারেশন) হাবিবুর রহমান। এছাড়া কোনো যানবাহনে বিস্ফোরকদ্রব্য বহন করা হচ্ছে কিনা তা দেখা হচ্ছে৷

দেখা গেছে, তল্লাশিচৌকি পার হওয়ার সময় যাত্রী-চালকদের জেরা করা হচ্ছে। বাসে যাত্রীদের ব্যাগ এবং ব্যক্তিগত গাড়ির ভেতর ও পেছনে ব্যাকডালা তল্লাশি করা হয়।

এছাড়া, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর সেতুর পূর্বপাশ ও ঢাকা-সিলেট মহাসড়কের প্রবেশমুখে তল্লাশি করা হয়। একইসঙ্গে জেলার সাতটি থানা এলাকার চেকপোস্টেও তল্লাশি চালানো হচ্ছে বলে জানানো হয়।

পুলিশ সুপার গোলাম মোস্তফা জানান, চেকপোস্টে আগেও রুটিন ওয়ার্ক তল্লাশি চালানো হয়েছে। এখন বিএনপির সমাবেশ ঘিরে নাশকতামূলক কর্মকাণ্ড এড়াতে তৎপরতা চালানো হচ্ছে।

বাংলাদেশ জার্নাল/এমপি

  • সর্বশেষ
  • পঠিত