রাজধানীতে গণপরিবহন চলাচলে কোনো নিষেধাজ্ঞা নেই
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২২, ১১:৪৫ আপডেট : ১০ ডিসেম্বর ২০২২, ১৬:৪৯

ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার বলেছেন, রাজধানীতে গণপরিবহন চলাচলে কোনো নিষেধাজ্ঞা নেই। সুষ্ঠু ও শান্তিপূর্ণ সমাবেশ করে চলে যেতে পারে বিএনপি। নাশকতার চেষ্টা করলে কঠোরভাবে ব্যবস্থা নেবে পুলিশ।
|আরো খবর
শনিবার সকালে রাজধানীর নয়পল্টনের নাইটেঙ্গল মোড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। আরও পড়ুন...রাজধানীর রাস্তাঘাট ফাঁকা, মোড়ে মোড়ে পুলিশের সতর্ক অবস্থান
তিনি আরও জানান, রাজধানীতে বিভিন্ন স্থানে পর্যাপ্ত পুলিশ মোতায়েন আছে। নাশকতার কোনো তথ্য নেই।
বাংলাদেশ জার্নাল/সুজন/ওএফ